IQNA

ইমাম মাহদীর আবির্ভাবের সময় অজানা থাকার বহু দর্শন রয়েছে

8:12 - March 02, 2019
সংবাদ: 2608043
ইমাম জাওয়াদ বলেন, ইমাম মাহদীর আবির্ভাবের সময় অজানা থাকার বহু দর্শন রয়েছে আর যারা তার আবির্ভাবের সময় নির্ধারণ করবে তারা মিথ্যাবাদী। তবে মহান আল্লাহর ওয়াদা হচ্ছে শেষ জামানায় ইমাম মাহদী আসবে এবং তা অবশ্যই বাস্তবায়ন ঘটবে, তাতে কোন ব্যতিক্রম হবে না।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাওয়াদ(আ.) বলেছেন: ইমাম মাহদীর আবির্ভাবের সময়টি যদি নির্ধারণ করা হত তাহলে অনেকের মনেই হাতাশা চলে আসত। সুতরাং এর পরিবর্তে ইমামগণ বলেছেন, খুব শীঘ্রই তার আবির্ভাব ঘটবে, তিনি তাড়াতাড়ি আসবেন, তিনি অবশ্যই আসবেন এবং গোটা বিশ্ব ন্যয়নীতিতে পরিপূর্ণ করবেন। যাতে মানুষের মনে আশার বাতি জ্বলে ওঠে।

সূরা রুমের ৬০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন: فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِينَ لَا يُوقِنُونَ

অতএব, আপনি সবর করুন। (আপনার বিজয়ী হওয়ার ব্যাপারে) আল্লাহর প্রতিশ্রুতি সত্য। এবং যারা (আল্লাহ ও কিয়ামতে) বিশ্বাসী নয় তারা যেন আপনাকে (অসহিষ্ণু ও) বিচলিত করতে না পারে। (৩০:৬০)

বেঈমান ও ধর্মহীন ব্যক্তিদের অপপ্রচার যেন আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাবিত না পারে। মহান আল্লাহ আমাদেরকে বাতিল শক্তির বিরুদ্ধে বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি অটল বিশ্বাস রাখতে হবে।

সুরা নূরের ৫৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন:

وَعَدَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে,আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে- তাদেরকে অবশ্যই পৃথিবীতে স্থলাভিষিক্ত করা হবে। যেমনটি তিনি স্থলাভিষিক্ত করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি তাদের জন্য যে ধর্মকে পছন্দ করেছেন সেটাকে অবশ্যই মজবুত ভিত্তিতে সুদৃঢ় করবেন। তাদের ভয়-ভীতিকে শান্তি ও নিরাপত্তায় পরিণত করে দেবেন যাতে তারা কেবল আমারই এবাদত করে এবং আমার সাথে কাউকে শরিক না করে। এরপর যারা (এ বিশাল নেয়ামতকে) অস্বীকার করবে, তারাই ফাসেক ও অবাধ্য।

ঈমান আনার কারণে এবং তাদের সৎকর্মের পুরস্কার হিসেবে আল্লাহতায়ালা দুনিয়াতে সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেবেন। শেষ জামানায় ইমাম মাহদীর (আ.) বিশ্বজনীন শাসন ব্যবস্থার মধ্যদিয়ে এ আয়াতের পরিপূর্ণ প্রয়োগ ঘটবে।

সূরা আলে ইমরানের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে- رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ

হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে: এতে কোন সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না।

captcha