IQNA

আব্দুল বাসিতের যুবককালের তিলাওয়াত + ভিডিও

22:25 - March 07, 2019
সংবাদ: 2608080
আন্তর্জাতিক ডেস্ক: টেলিগ্রাম চ্যানেল “কুরআনিক ডিপ্লোম্যাটিক” সম্প্রতি বিশ্ববিখ্যাত ক্বারি আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদের যুবককালে সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: এই ভিডিওতে দেখা যায় যে, ক্বারি আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ সূরা আবাসের ৩০ থেকে ৩৭ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন।

«وَحَدَائِقَ غُلْبًا ﴿٣٠﴾ وَفَاکِهَةً وَأَبًّا ﴿٣١﴾ مَتَاعًا لَکُمْ وَلأنْعَامِکُمْ ﴿٣٢﴾ فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ ﴿٣٣﴾ یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِیهِ ﴿٣٤﴾ وَأُمِّهِ وَأَبِیهِ ﴿٣٥﴾ وَصَاحِبَتِهِ وَبَنِیهِ ﴿٣٦﴾ لِکُلِّ امْرِئٍ مِنْهُمْ یَوْمَئِذٍ شَأْنٌ یُغْنِیهِ»

(৩০) এবং নিবিড় উদ্যানসমূহ, (৩১) এবং ফলমূল ও চারণভূমির তৃণ-লতা; (৩২) এ সমুদয় তোমাদের ও তোমাদের গবাদিপশুগুলোর ভোগের জন্য, (৩৩) এবং যখন (কিয়ামতের) কর্ণবিদারী বিকট শব্দ সমাগত হবে, (৩৪) সেদিন মানুষ তার ভাই হতে পলায়ন করবে, (৩৫) এবং তার মাতা, তার পিতা, (৩৬) এবং তার স্ত্রী ও তার পুত্রদের হতেও।

মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদের যুবককালে সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের ভিডিও বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:  iqna

captcha