IQNA

কিভাবে জ্ঞানভাণ্ডারকে নিজের আয়ত্তাধীন করা সম্ভব?

23:58 - March 09, 2019
সংবাদ: 2608093
জ্ঞান ও দীক্ষা মানুষকে আলোর পথ দেখায়। জ্ঞানের সাহায্যে মানুষ ভাল ও মন্দের মধ্যে ব্যবধান সহজেই বুঝতে পারে। সত্য ও মিথ্যা যাচাই করতে পারে। কিন্তু মানুষ কিভাবে এ জ্ঞানভাণ্ডারকে নিজেদের আয়ত্তে নিতে পারে, সে কৌশলটি রপ্ত করা প্রত্যেক মু’মিনের উপর অপরিহার্য দায়িত্ব।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাসূল (সা.) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে, যে হাদীসে জ্ঞানভাণ্ডারের চাবির প্রতি ইশারা করা হয়েছে; অর্থাৎ যে চাবির মাধ্যমে মানুষ জ্ঞান ভাণ্ডারকে নিজেদের আয়ত্তাধীন করতে পারে। এখন আমরা উক্ত হাদীসটি আরবিসহ পাঠকদের জ্ঞাতার্থে তুল ধরছি-

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

رسولُ اللّه ِ صلى الله عليه و آله: «العِلمُ خَزائنُ و مَفاتِيحُهُ السُّؤالُ، فَاسألُوا رَحِمَكُمُ اللّه ُ فإنّهُ يُؤجَرُ أربَعةٌ : السائلُ ، و المُتَكلِّمُ ، و المُستَمِعُ ، و المُحِبُّ لَهُم.»

অর্থাৎ জ্ঞানের অসীম ভাণ্ডার রয়েছে, আর সে ভাণ্ডারের চাবি হল প্রশ্ন করা। কাজেই আল্লাহর রহমত তাদের প্রতি বর্ষিত হোক যারা প্রশ্ন করে থাকে; কেননা প্রশ্ন করার মাধ্যমে চার ধরনের ব্যক্তি উপকৃত হয়ে থাকে, তারা হল যথাক্রমে প্রশ্নকারী, প্রশ্ন শ্রবণকারী এবং যাকে প্রশ্ন করা হয় এবং যারা এ প্রশ্ন ও উত্তর মনোযোগ দিয়ে শ্রবণ করে।

সূত্র: তোহফুল উকুল হাদীস গ্রন্থ, পৃ. ৪১

captcha