IQNA

মিশরে ৭০টি কুরআনিক সেন্টার প্রতিষ্ঠিত

22:23 - March 10, 2019
সংবাদ: 2608098
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আওকাফ মন্ত্রণালয় চলতি বছরে সেদেশের বিভিন্ন শহরে নতুন ৭০টি কুরআনিক সেন্টার নির্মাণ করার খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের আওকাফ মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে: এই মন্ত্রণালয় এ বছরে ৭০টি কুরআনিক সেন্টার নির্মাণ করেছে। এসকল সেন্টার চালু হওয়ার পর থেকে এখান কাজ করার জন্য এ পর্যন্ত ৪৪৪১ জন নিজেদের নাম নিবন্ধন করেছেন।

এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে: আমরা আশা করছি এসকল সেন্টারে নারী কর্মদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আগামী বছরে এদেশে আরও অধিক কুরআনিক সেন্টার নির্মাণ করা হবে।

মিশরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুরআনিক সেন্টারগুলো সেদেশের কায়রো, সিনাই, আলেকজান্দ্রিয়া, দাঘলিয়া, সুয়েজ এবং কায়া প্রদেশে নির্মাণ করা হয়েছে। iqna

 

 

 

captcha