IQNA

নাইজেরিয়ার বিখ্যাত ক্বারিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

20:51 - March 17, 2019
সংবাদ: 2608150
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে থেকে সেদেশর বিখ্যাত ক্বারি শেইখ আহমাদ সুলাইমানকে দুর্বৃত্তরা অপহরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার কানো প্রদেশের নিবাসি শাইখ আহমাদ সুলাইমান সহকারে তার সাথে থাকা অপর ৫ জনকে ১৪শে মার্চ দুর্বৃত্তরা অপহরণ করেছে।

তিনি একটি কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য সেদেশর কাবী প্রদেশে গিয়েছিলেন। মাহফিল শেষে নিজ শহরের ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। শাইখ আহমাদ সুলাইমান নাইজেরিয়ার এক জন প্রসিদ্ধ ক্বারি। তিনি বিভিন্ন সময়ে কুরআন প্রতিযোগিতা ও মাহফিলে কুরআন তিলাওয়াত করেন।

কাটসিনা প্রদেশের আলেম ও পেশ ইমাম সুরাজী মাহমুদ কানকিয়া জুমার নামাজের খুতবায় ক্বারি শেইখ আহমাদ সুলাইমানের অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কাটসিনা প্রদেশের পুলিশ কমান্ডারের মুখপাত্র গাম্বু ঈসা ১৫শে মার্চ সেদেশর প্রসিদ্ধ এই ক্বারির অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি বলেন: পুলিশ ক্বারি শেইখ আহমাদ সুলাইমানকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে। তাকে উদ্ধার করার জন্য পুলিশ সেদেশের জনগণকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে। iqna

 

 

captcha