IQNA

কোয়েটায় হামলার দায় স্বীকার করল দায়েশ

18:39 - April 13, 2019
সংবাদ: 2608330
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে ১৮ জন নিহত হয়েছেন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

বার্তা সংস্থা ইকনা: দায়েশের সন্ত্রাসীরা দাবী করেছে, গতকাল পাকিস্তানের কোয়েটায় যে বোমা বিস্ফোরণ ঘটেছে, তা তাদের কাজ।

আত্মঘাতী এই হামলাটি শুক্রবার শহরের হাজারগাঞ্জী বাজারে চালানো হয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে ১৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

কোয়েটা পুলিশের ডিআইজি আবদুর রাজ্জাক জানান, স্থানীয় একটি আবাসিক এলাকার কাছেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই এলাকাটি ‘হাজারা’ নৃগোষ্ঠীর এলাকা। ‘হাজারা’ নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ শিয়া মাজহাবের অনুসারী। পুলিশ জানিয়েছে, হাজারা নৃগোষ্ঠীকে উদ্দেশ্য করে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। iqna

 

 

captcha