IQNA

মাদ্রাসায় বোমা হামলা চালিয়েছে তালেবান

23:04 - April 16, 2019
সংবাদ: 2608353
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে একটি বালিকা মাদ্রাসায় তালেবান বোমা হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফারাহ প্রাদেশিক কাউন্সিলের ডেপুটি গভর্নর শাহ মাহমুদ নায়িমী এই হামলার ব্যাপারে বলেন: ১৪ই এপ্রিল রাত ২২:৩০শে তালেবানের সশস্ত্র সন্ত্রাসী ফারাহ শহরের থিয়সেক এলাকার “শহিদ বানাফসে” বালিকা মাদ্রাসায় বোমা হামলা চালিয়েছে।

তিনি বলেন: হামলার পূর্বে তালেবান এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল। তালেবানের এই হামলার ফলে মাদ্রাসার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অথচ কয়েক দিন পূর্বে তালেবান এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে, এখন থেকে তারা কোন মাদ্রাসায় হামলা চালাবে না।

উল্লেখ্য, বিগত কয়েক মাসের মধ্যে তালেবানের সদস্যা দুটি মাদ্রাসায় হামলা চালিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে “শহিদ বানাফসে” বালিকা মাদ্রাসা। iqna

 

 

captcha