IQNA

18:33 - April 17, 2019
সংবাদ: 2608359
আন্তর্জাতিক ডেস্ক: ১৫ ই শাবান হল মানবজাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী (আ.)'র পবিত্র জন্মদিন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের ১১ তম সদস্য ইমাম হযরত ইমাম হাসান আসকারী (আ.)'র পুত্র হিসেবে তাঁর জন্ম হয়েছিল ২২৫ হিজরিতে ইরাকের (বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে) পবিত্র সামেরা শহরে। তাঁর মায়ের নাম ছিল নার্গিস।

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে লেবাননের ইমাম মুসা সাদর সাংস্কৃতিক ও গবেষণা ইন্সটিটিউটের সদর দপ্তরে ১৮ই এপ্রিল মাহফিলে অনুষ্ঠিত হবে।

লেবাননের ইমাম মুসা সাদর সাংস্কৃতিক ও গবেষণা ইন্সটিটিউটে সেদেশের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের কোর্সে অংশগ্রহণ করে। এসকল শিক্ষার্থীদের নিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

এই বছর ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী তথা ১৫ই এপ্রিল ২‌১শে এপ্রিল নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে সেমিস্টারের ছুটি হওয়ার দরুন নির্ধারিত সময়ের আগেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাসে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এসময় শিক্ষার্থীরা কবিতা, মাউলিদখানি, গজল এবং ইসলামিক সঙ্গীত পরিবেশন করবে।  iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: