IQNA

18:40 - April 19, 2019
সংবাদ: 2608372
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল ফিলিস্তিনের বাইতুল লাহামের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীর গ্রামের নিবাসী এক শিক্ষিকাকে ইহুদিবাদী ইসরাইলি ওপনিবেশিকরা ট্রাক চাপা দিয়ে শহীদ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনির ৪২ বছরের শিক্ষিকা ফাতিমা মুহাম্মাদ সুলাইমান তার নিজ গৃহের সামনে শাহাদাত বারণ করেছেন।

ইসরাইলের এই ইহুদি এই শিক্ষিকাকে ট্রাক চাপা দিয়ে শহীদ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফাতিমা মুহাম্মাদ সুলাইমান গাড়ি থেকে নেমে তার গাড়ির ক্ষতির পরিমাণ দেখতে গেলে ট্রাক চালক পুনরায় তার গাড়িতে হামলা চালিয়ে শিক্ষিকাকে গাড়ি চাপা দিয়ে শহীদ করে। iqna

 

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: