IQNA

“ইরাকের মুসলমান, হজ এবং হারামাইন শরীফাইন” শীর্ষক সম্মেলন

21:07 - April 19, 2019
সংবাদ: 2608375
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পবিত্র নগরী কোমে হজ ও জিয়ারত ইন্সটিটিউটের পক্ষ থেকে জুলাই মাসে “ইরাকের মুসলমান, হজ্ব এবং হারামাইন শরীফাইন” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সেমিনারের আয়োজক কমিটি সকল অধ্যাপক, গবেষক এবং শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট বিষয়গুলোর আলোকে নিজেদের লিখিত প্রবন্ধসমূহ জমা দেয়ার জন্য আহ্বান জানিয়েছে।

এই বৈঠকে ইরাকি জনগণের আন্দোলনের উপর দৃষ্টি নিবদ্ধ করা, ইরানী-ইরাকী সমাজে হজের গুরুত্ব, হারামাইন শরিফাইন প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা এবং হজ এবং হারামাইন ও শরীফাইনের বিষয়ে ইরান ও ইরাকের গবেষণা প্রসারিত করে।

হজ ও জিয়ারত ইন্সটিটিউটের ঘোষণা অনুযায়ী, এধরণের সভার মাধ্যমে ইরাক ও ইরানের ইসলামী সভ্যতার ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পাবে।  iqna

 

 

captcha