IQNA

কুরআন প্রতিযোগিতায় আল-আজহারের ৫০ জন বিদেশী ছাত্রের অংশগ্রহণ

20:14 - April 26, 2019
সংবাদ: 2608420
আর্ন্তজাতিক ডেস্ক: মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্বিতিয়বর্ষ আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় আল আজহারের ৫০ জন বিদেশী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ইন্দোনেশিয়ান ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং আল-আজহারের স্নাতকদের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন সহযোগিতায় ২২শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

উ্কত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান এক বর্ণঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতিতে ২২শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর টিমে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আলেম এবং অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর ইন্দোনেশিয়ান ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে থেকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবর্ষ ক্বিরাত প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বছর প্রতিযোগিতার অনুষ্ঠান ২০টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আল-আজহারের “শেইক যাইদ” কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। iqna

 

 

 

captcha