IQNA

কুরআন প্রশিক্ষণের ক্ষেত্রে শিয়া অধ্যাপকের অভূতপূর্ব উদ্যোগ

20:51 - April 28, 2019
সংবাদ: 2608438
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পবিত্র কুরআনের অধ্যাপক রাশিয়ার বিভিন্ন মসজিদে আহলে সুন্নতের অনুসারীদের কুরআন প্রশিক্ষণ দিচ্ছেন। রাশিয়ার মুফতির আহ্বানে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র সাথে এক সাক্ষাৎকারে মস্কোর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পবিত্র কুরআনের অধ্যাপক “নামিক আবিশোভ” বলেন: রাশিয়ার রাজধানী মস্কো এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেন্ট পিটার্সবার্গ সহকারে সেদেশের বিভিন্ন শহরের আহলে সুন্নতের মসজিদের পেশ ইমামদের কুরআন প্রশিক্ষণ দেন।
তিনি বলেছেন: রাশিয়ার মুফতির আহ্বানে আমি এই প্রশিক্ষণ প্রকল্পটি হাতে নিয়েছে। আহলে সূন্নতের বিভিন্ন মসজিদের পেশ ইমামদের সাউত ও লাহান এবং কুরআনের দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণ দিয়ে থাকি।
নামিক আবিশোভ বলেন: এই ক্লাসগুলো রাশিয়ায় আহলে সুন্নতের বিভিন্ন মসজিদে বছর জুড়ে গ্রহণ করা হয় এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।  iqna

 

captcha