IQNA

ব্রুনাইয়ে কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৫ জন প্রতিনিধির অংশগ্রহণ

20:16 - May 03, 2019
সংবাদ: 2608469
আন্তর্জাতিক ডেস্ক: ব্রুনাইয়ে হেফজ এবং ক্বিরাতের আলোকে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ব্রুনেই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হেফজ, ক্বিরাত এবং মাফাহিমের আলোকে অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতার সেমিফাইনালের অনুষ্ঠান ৩০শে এপ্রিল ব্র্যাকস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ২৬৪ জন প্রতিযোগী নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। এরমধ্যে ২৫ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন।

গতকাল ক্বিরাতের চারটি বিভাগের প্রতিযোগীরা একেঅপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন। আজকে হেফজ বিভাগে প্রতিযোগীগণ একেঅপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে শিশু, যুবক এবং বয়স্কদের সাথে পবিত্র কুরআনের সম্পর্ক আরও দৃঢ় করা এবং কুরআনের ভাবার্থ সঠিক ভাবে বোঝা।  iqna

 

 

captcha