IQNA

কাতারের জাতীয় কুরআন প্রতিযোগিতায় ১৬৮ প্রতিনিধির অংশগ্রহণ

22:46 - May 10, 2019
সংবাদ: 2608516
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে সশস্ত্র বাহিনীর জন্য অনুষ্ঠিত ২৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৯ম মে শুরু হয়েছে। উক্ত কুরআন প্রতিযোগিতায় ১৬৮ জন নারী ও পুরুষ প্রতিনিধির অংশগ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: শুধুমাত্র সশস্ত্র বাহিনীর নারী ও পুরুষ সদস্যদের জন্য ২৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে। পুরুষ সদস্যদের জন্য গতকাল থেকে উক্ত প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং টানা ১৮ই মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সশস্ত্র বাহিনীর কর্মী ও কর্মকর্তা সহ পুরুষদের বিভাগে মোট ১৫৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এই বছর এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে। নারীদের বিভাগে ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।                                                                                                                                                                                             

সশস্ত্র বাহিনীর জন্য অনুষ্ঠিত ২৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান মোট ৭টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হচ্ছে যথাক্রমে সম্পূর্ণ কুরআন হেফজ, ২৫ পারা পর্যন্ত কুরআন হেফজ, ২০ পারা পর্যন্ত কুরআন হেফজ, ১৫ পারা পর্যন্ত কুরআন হেফজ, ১০ পারা পর্যন্ত কুরআন হেফজ, ৫ পারা পর্যন্ত কুরআন হেফজ, ৩ পারা পর্যন্ত কুরআন হেফজ। iqna

 

 

captcha