IQNA

হজ মৌসুমে সেবা প্রদানের জন্য;
22:30 - May 11, 2019
সংবাদ: 2608520
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় হাজীদের জন্য ইন্দোনেশিয়ান রান্নার মেনু প্রস্তুত করতে শেফ (প্রধান পাচক) নিয়োগ করবে।

বার্তা সংস্থা ইকনা: হাজীদের পছন্দমত খাবার প্রস্তুত করতে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় 1440 হিজরি / 2019 খ্রিষ্টাব্দের হজ মৌসুমে ইন্দোনেশিয়ান পেশাদার শেফকে নিয়োগ দেবে।

ইন্দোনেশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে এ ব্যাপারে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় হজ মৌসুমে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ অন্যান্য শহরে পেশাদার শেফকে নিয়োগ দেবে।

এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে হজ মৌসুমে ইন্দোনেশিয়ার হাজিগণ সৌদি আরবে থাকা অবস্থায় নিজেদের আঞ্চলিক খাবার সংগ্রহ করতে পারবেন। যেমন, ইন্দোনেশিয়ার মাকাসারদ শহরের বাসিন্দাদের পছন্দের খাবার “চুটো ম্যাকাসার”। এই অঞ্চলের হাজীগণ এই বছরের হজে সৌদি আবরে এই আঞ্চলিক খাবার সংগ্রহণ করতে পারবেন। iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: