IQNA

পবিত্র রমজান মাসের ১৪তম দিনের দোয়া

4:24 - May 20, 2019
সংবাদ: 2608583
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাসের ১৪তম দিনের দোয়া:

اَللّـهُمَّ لا تُؤاخِذْنی فیهِ بِالْعَثَراتِ، وَاَقِلْنی فیهِ مِنَ الْخَطایا وَالْهَفَواتِ، وَلا تَجْعَلْنی فیهِ غَرَضاً لِلْبَلایا وَالاْفاتِ، بِعِزَّتِکَ یا عِزَّ الْمُسْلِمینَ .

উচ্চারণ: আল্লহুম্মা লা- তুওয়া-খিযনী ফীহি বিল আ'ছারা-ত, ওয়া আক্বিলনী ফীহি মিনাল খত্বা-ইয়া- ওয়াল হাফাওয়া-ত, ওয়ালা তাজ আ'লনী ফীহি গ্বরাদ্বা-ন লিল বালা-ইয়া- ওয়াল আফা-ত, বি ই'যযাতিকা  ইয়া- ই'যযাল মুসলিমীন।

অর্থ :হে আল্লাহ! এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না । আমার দোষ-ত্রুটিকে হিসেবের মধ্যে ধরো না ।তোমার মর্যাদার উসিলায় আমাকে বিপদ-আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না । হে মুসলমানদের মর্যাদা দানকারী।

আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

 

captcha