IQNA

কুরআন প্রদর্শনীতে মিশরের প্রিন্টকৃত ক্ষুদ্রতম কুরআন প্রদর্শন

16:08 - May 21, 2019
সংবাদ: 2608594
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে “দারুল মুফিদ” নামক প্যাভিলিয়ন মিশরের প্রিন্টকৃত ক্ষুদ্রতম কুরআন প্রদর্শন করা হয়েছে।

তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে বার্তা সংস্থা ইকনা’র সাথে এক সাক্ষাৎকারে  বৈরুতের “দারুল মুফিদ” পাবলিকেশন্স হাউসের কর্তৃপক্ষ এতেমাদ কাযেমাইনি বলেন: পবিত্র কুরআনের এই ক্ষুদ্রতম পাণ্ডুলিপিটি ৩০ নম্বর প্যাভিলিয়নে বিক্রয় করা হচ্ছে। এই পাণ্ডুলিপির হাদিয়া ২০ হাজার তুমান নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন: এই প্যাভিলিয়নে পবিত্র কুরআনের বিভিন্ন সাইজের পাণ্ডুলিপি প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে। ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর শুরু থেকে এপর্যন্ত প্রতি বছর দারুল মুফিদ অংশগ্রহণ করেছে।

কাযেমাইনি বলেন: এ বছর প্রথম বারের মতো দারুল মুফিদ প্যাভিলিয়নে “মুয়জামুল ক্বারায়াল মুসির্রিন” গ্রন্থটি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন: আরবি ভাষায় লিখিত এই গ্রন্থটি ছবিসহ মিশরের ৪০০ জন ক্বারির জীবনী তুলে ধরা হয়েছে।

এই প্রদর্শনীতে পবিত্র কুরআনের আয়াত, সূরা এবং কুরআন শরিফ লেখার জন্য প্যাপিরাস কাগজ উপস্থাপন করা হয়েছে। iqna

captcha