IQNA

বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন নিয়োগ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

20:22 - May 29, 2019
সংবাদ: 2608627
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভিকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ঘাঁটি 'খাতামুল আম্বিয়া'র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহিফার্দকে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ফোর্সের দায়িত্ব দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আলাদা ডিক্রিতে এই দুই পদে নিয়োগ দেন।

তিনি খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার হিসেবে সাইয়্যেদ মুসাভিকে নিয়োগ দিয়ে বলেছেন, নতুন কমান্ডার সামরিক বাহিনীসহ দেশের সব সুযোগ ও সক্ষমতা কাজে লাগিয়ে ইরানের আকাশকে শত্রুর জন্য নিশ্ছিদ্র করে তুলবেন বলে তিনি আশা করছেন।

ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দকে নিয়োগ দিয়ে বলেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনীকে ভেতর থেকে দৃঢ় ও শক্তিশালী হতে হবে। এ লক্ষ্যে তিনি প্রশিক্ষণ ও অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দেন।  iqna

captcha