IQNA

সর্বোচ্চ নেতা;

বাহরাইন ও সৌদি আরবের শাসকরা ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে

21:05 - June 05, 2019
সংবাদ: 2608673
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ডিল অব সেঞ্চুরি' বা শতাব্দির সেরা চুক্তি নামক বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। তিনি আজ রাজধানী তেহরানের সর্ববৃহৎ ঈদগাহ ‘ইমাম খোমেনী(রহ.) মুসাল্লা’-তে ঈদের নামাজের খুতবায় এ কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের সর্বোচ্চ নেতা তার বক্তব্যে ফিলিস্তিন সমস্যাকে সারা বিশ্বের মুসলমানদের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে বলেছেন, 'ডিল অব সেঞ্চুরি' মুসলমানদের সঙ্গে আমেরিকার চরম বিশ্বাসঘাতকতার একটি দৃষ্টান্ত। তিনি বলেন, ট্রাম্পের এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা কোরে বাহরাইন ও সৌদি আরবের মতো কয়েকটি দেশও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, "অর্থনৈতিক সম্মেলনের নামে ফিলিস্তিনিদের বিষয়ে বাহরাইনে যে সম্মেলন আয়োজন করা হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিল অব সেঞ্চুরি’র বাস্তবায়ন।" তিনি আরো বলেন, "বাহরাইন সম্মেলনটি মূলত মার্কিনীদের। বাহরাইনের বোঝা উচিত তারা আমেরিকার চোরাবালির ফাঁদে পা দিয়েছে।"

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেই ডিল অব সেঞ্চুরি পরিকল্পনা তুলে ধরেন। দখলদার ইসরাইল ও আমেরিকার প্রণীত এ পরিকল্পনার প্রতি প্রভাবশালী কয়েকটি আরব দেশেরও সমর্থন রয়েছে। আগামী ২৫ ও ২৬ জুন বাহরাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে মক্কায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি ও আরব লীগের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেখানে ফিলিস্তিন নিয়ে কোনো কথা হয়নি। এটা ফিলিস্তিনি জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে সৌদি আরবসহ আরো কয়েকটি দেশের চরম বিশ্বাসঘাতকতা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, বাহরাইন ও আমিরাতের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে ডিল অব সেঞ্চুরি পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ আদায়ের চেষ্টা করছে। মার্কিন সমর্থনের কারণে সৌদি আরব ও বাহরাইন মুসলমানদের গুরুত্বপূর্ণ সমস্যার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করছে না। লেবাননের রাজধানী বৈরুতে সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ইন্সটিটিউটের প্রধান কারিম এমিল বেটার মার্কিন ডিল অব সেঞ্চুরি পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনিদের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, প্রকৃতপক্ষে, এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্যই হচ্ছে মজলুম ফিলিস্তিনিদের অধিকারের বিষয়টিকে সম্পূর্ণ উপেক্ষা করে আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সুসম্পর্ক প্রতিষ্ঠা করা।

আমেরিকা এমন সময় ষড়যন্ত্রমূলক এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে যখন ফিলিস্তিনের সব রাজনৈতিক দল এবং আরব ও অন্যান্য মুসলিম জাতিগুলো ডিল অব সেঞ্চুরি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। এবারের বিশ্ব কুদস দিবসে ১০০টিরও বেশি দেশে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে মিছিল হয়েছে। এ থেকে বোঝা যায় কোনো পরিকল্পনা দিয়ে ফিলিস্তিনি জাতির অধিকারকে পদদলিত করা যাবে না। মুসলমানদের প্রতিরোধশক্তি আমেরিকা, ইসরাইল ও কয়েকটি আরব দেশের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।
পর্যবেক্ষকরা বলছেন, বাহরাইন ও সৌদি সরকার ডিল অব সেঞ্চুরি পরিকল্পনা বাস্তবায়নে যে সহযোগিতা করছে তাতে তারা কেবল আমেরিকার চোরাবালিতেই আটকা পড়বে। যার ফলে আপোষকামীরা ধ্বংস হবে এবং ফিলিস্তিন ইস্যুটি আরো চাঙ্গা হবে। iqna

captcha