IQNA

আল-আকসা মসজিদের গার্ডিয়ানকে গ্রেফতার করলো ইসরাইলি সেনা

3:09 - June 09, 2019
সংবাদ: 2608700
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সেনারা গতকাল সকালে আল-আকসা মসজিদের গার্ডিয়ান মেহনাদ ইদ্রিসের উপর পাশবিক হামলা চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা: স্থানীয় উৎস ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলী সেনারা জুতা পরে আল-আকসা মসজিদের পূর্বের দিকের দরজা “বাবুর রহমাহ” দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলে মেহনাদ ইদ্রিস তাদের বাধা প্রয়োগ করে। এরফলে ইসরাইলি সেনারা কয়েকজন গার্ডিয়ানকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, ইসরাইল ২০০৩ সালে আল-আকসা মসজিদের বাবুর রাহমাহ দরজা ফিলিস্তিনিবাসীদের জন্য বন্ধ করে দিয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর ফিলিস্তিনিরা ২০১৯ সালের ২২শে ফেব্রুয়ারি এই দরজায় নামাজ আদায় করে। এরপর থেকে জেরুজালেমে সহিংসতা প্রখর হয়।

ইসরাইলের পুলিশ বাহিনী ২০০৩ সালে সন্ত্রাসী দলের অভিযোগ দেখিয়ে বাবুর রাহমাহ দরজার নিকটস্থ বেশ কয়েকটি ভবন বন্ধ করে দিয়েছিল। ইসরাইলি আদালত ২০১৭ সালে তাদের পুলিশের এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। iqna

 

 

captcha