IQNA

পারস্য উপসাগরীয় প্রত্যেক দেশের সঙ্গে আালোচনা চাই: ইরান

15:09 - June 10, 2019
সংবাদ: 2608712
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পারস্য উপসাগরীয় প্রত্যেকটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মুসাভি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ অনাক্রমণ চুক্তি সইয়ের যে প্রস্তাব দিয়েছেন তা আলোচনার সূচনা-বিন্দু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক ইরানবিরোধী বক্তব্যের বিষয়ে তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে বেরিয়ে যাওয়ার পর ট্রাম্পের ইরান সম্পর্কে কোনো কথা বলার অধিকার নেই।

তিনি বলেন, অন্য কেউ ইরানের নীতি এবং করণীয় নির্ধারণ করতে পারে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা একদিকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে ও কঠিন অবরোধ আরোপ করছে আবার অন্যদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে।

পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার মাধ্যমে ইরান পাশ্চাত্যের মনস্তাত্ত্বিক চাপ নিরসন করেছে বলে তিনি জানান। মুসাভি বলেন, ইরান পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা করবে না।  iqna

captcha