IQNA

সৌদি আরবে উদ্বোধনের অপেক্ষায় ‘হালাল নাইটক্লাব’

20:39 - June 13, 2019
সংবাদ: 2608722
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবের সংস্কৃতিতে নানা পরিবর্তন এসেছে। সেখানে এখন নারীরা ঘর থেকে বের হয়ে আসছে। সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি মিলেছে, তারা এখন মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারেন। শুধু তাই নয়, দেশটিতে সিনেমা হলও চালু করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এরই ধারাবাহিকতায় এবার জেদ্দায় খোলা হচ্ছে নাইটক্লাব। যার নাম দেওয়া হয়েছে ‘হালাল নাইটক্লাব’। এই ক্লাবের ইন্টেরিয়র ডিজাইনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি সপ্তাহেই এটি উদ্বোধনের কথা রয়েছে।

দুবাই ও বৈরুতের নাইটক্লাব ‘হোয়াইট’ জেদ্দায় ক্লাবটি চালু করছে। তাদের আদলেই ‘হালাল নাইটক্লাব’ বানানো হয়েছে। এতে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ আছে।

‘হালাল নাইটক্লাবে’ ওয়াটারফ্রন্ট থাকবে, এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্শিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক উপভোগ করা যাবে এখানে।

এই নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে ড্যান্স ফ্লোর। নারী পুরুষ সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ সুবিধাই এখানে পাওয়া যাবে।

সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে (#জেদ্দায় ডিস্কো) হ্যাশট্যাগ প্রকাশ করেছে। এর মাধ্যমে তারা বলেছে:

সৌদি আরবে উদ্বোধনের অপেক্ষায় ‘হালাল নাইটক্লাব’
এটি এমন একটি খারাপ কাজ, যা গোপনে হলে শুধুমাত্র যারা করেছে, তাদেরকে প্রভাবিত করবে। কিন্তু যদি প্রকাশ্যে হয়, তাহলে সকলের জন্য সর্বনাশ বয়ে আনবে। সকল মুসলমানের উপর ফরজ হচ্ছে যে, এটাকে খারাপ কাজ হিসেবে বিবেচনা করে এর বিরোধিতা করা।

সৌদি আরবে উদ্বোধনের অপেক্ষায় ‘হালাল নাইটক্লাব’
কোথায় কর্তাগণ, কোথায় শাসকগণ, কোথায় গোত্রের প্রধানগণ, আমরা এধরণের কাজের জন্য মোটেও সন্তুষ্ট নয়। বিগত কয়েক বছরে সৌদি আরবে যেভাবে কাজ পরিচালিত হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানায়। আমরা সাবেক সৌদি আরবকে চাই।  iqna

 

captcha