IQNA

ওমান সাগরে ২ তেল ট্যাংকারে হামলা; ভয়াবহ বিস্ফোরণ

22:26 - June 13, 2019
সংবাদ: 2608724
আন্তর্জাতিক ডেস্ক: ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেল ট্যাংকার দুটিতে হামলার পর এই বিস্ফোরণ ঘটে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ওমানের স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে ওমান সাগরে পর পর দুটি বিস্ফোরণ শোনা গেছে। সূত্রগুলো বলছে, তেল ট্যাংকারে হামলার পর তাতে বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানি সূত্রও বলেছে, ট্যাংকার দুটি থেকে প্রতিবেশী দেশগুলোর কাছে বিপদ সংকেত পাঠানো হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা এপি জানিয়েছে- ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত মেরিটাইম ট্রেড অপারেশন্স সতর্ক করে বলেছে, ওমান সাগরে অজ্ঞাত কিছু ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ওমান সাগরের বুকে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ও বিস্ফোরণের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।

বেঞ্চমার্ক ব্রেন্টে অপরিশোধিত তেলের দাম শতকরা ৪ ভাগ বেড়ে প্রতি ব্যারেল তেল ৬২ ডলারে বিক্রি হচ্ছে। নিউ ইয়র্কের বাজারে লাইট সুইট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি তিন ডলার বেড়ে গেছে।

আজ (বৃহস্পতিবার) সকালে ওমান সাগরে পর পর দুটি বিস্ফোরণ শোনা যায়। সূত্রগুলো বলছে, তেল ট্যাংকারে হামলার পর তাতে বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলার পেছনে রয়েছে তা এখনো পরিষ্কার নয়। ইরান একে সন্দেহজনক বলে মন্তব্য করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যখন ইরান সফর করছেন তখন এই ঘটনা ঘটল।

যে দুটি ট্যাংকারে হামলা হয়েছে তার একটি নরওয়ের মালিকানাধীন। জাহাজটি তাইওয়ানের জন্য ৭৫ হাজার টন তেল বহন করছিল। অন্যটি পানামার মালিকানাধীন জাহাজ যা সিংগাপুরের একটি কোম্পানির জন্য তেল বহন করছিল।  iqna

captcha