IQNA

লাখ লাখ অভিবাসী বের করে দেবে ট্রাম্প

22:31 - June 18, 2019
সংবাদ: 2608751
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমেরিকায় থাকা লাখ লাখ অবৈধ অভিবাসীকে তিনি বের করে দেবেন। মার্কিন কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে এ কাজ শুরু করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ট্রাম্প এক টুইটার পোস্টে বলেছেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি অভিবাসী বহিষ্কারের কাজ শুরু করবে। তিনি বলেন, এসব অভিবাসী যতটা দ্রুত আমেরিকায় এসেছে তার চেয়ে দ্রুত গতিতে তাদেরকে বের করে দেয়া হবে।

আমেরিকায় এ মুহূর্তে এক কোটি ২০ লাখ অবৈধ অবিবাসী রয়েছেন যাদের বেশিরভাগই মেক্সিকো ও মধ্য আমেরিকা থেকে আসা।  

চলতি মাসের প্রথম দিকে সই হওয়া চুক্তির অধীনে মধ্য আমেরিকার আশ্রয় প্রত্যাশী লোকজনকে মেক্সিকো গ্রহণ করতে রাজি হয়েছে। মার্কিন আদালতে শুনানি চলা পর্যন্ত এসব ব্যক্তি মেক্সিকোতে থাকতে পারবে। এর মাধ্যমে মেক্সিকো আমদানি বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন সরকারের বাড়তি শূল্ক আরোপের ঘটনা এড়াতে সক্ষম হয়েছে। একইভাবে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালাও চুক্তি করতে যাচ্ছে বলে ট্রাম্প তার টুইটার পোস্টে দাবি করেছে। পার্সটুডে

captcha