IQNA

হরমুজ প্রণালী আগ্রাসীদের জন্য স্থায়ী গোরস্তান: আলি আকবারি

18:55 - June 21, 2019
সংবাদ: 2608765
আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন কর্মকর্তাদের জেনে রাখা উচিত হরমুজ প্রণালী আগ্রাসীদের জন্য স্থায়ী গোরস্তান। মার্কিন গোয়েন্দা ড্রোনের ইরানি আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আজকের খোৎবায় এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ হাজ্জ আলি আকবারি আরও বলেন, গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার ঘটনায় হোয়াইট হাউজের কর্মকর্তারা বিস্মিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট শুরুতে ড্রোন ভূপাতিত করার কথা অস্বীকার করলেও শেষ পর্যন্ত স্বীকার করেছেন। এই ঘটনা প্রমাণ করে ট্রাম্প হাস্যকর ব্যক্তিতে পরিনত হয়েছেন এবং ইরানের প্রতিরক্ষা শক্তি কতো উন্নত।

বিশিষ্ট এই আলেম বলেন, ইরান কখনো আগ বাড়িয়ে হামলা করবে না। তবে শত্রুরা যদি আমাদের ওপর হামলা করার ঔদ্ধত্য দেখায় তাহলে ইরানের জবাব হবে নজিরবিহীন।

একইসঙ্গে আলি আকবারি বলেন, আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইরানের কাছে আমেরিকার ক্ষমা চাওয়া উচিত।

জুমার অস্থায়ী খতিব বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনার মতো আহাম্মকি বন্ধ করা। কেননা আমেরিকা দাবি করেছিলো তাদের এই অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ভুপাতিত করার ক্ষমতা কারও নেই। ইরান তাদের সেই গর্বকে খর্ব করে দিয়ে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। পার্সটুডে   iqna

captcha