IQNA

আল্লামা শেখ যাকযাকির সমর্থনে নাইজেরিয়ায় বিক্ষোভ

21:05 - July 04, 2019
সংবাদ: 2608830
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা আল্লামা শেখ যাকযাকির রক্তে বিষাক্ততার লক্ষণ পাওয়া গিয়েছে বলে মেডিকেল টিম জানিয়েছে। মেডিকেল টিমের এই তথ্য প্রকাশের পর নাইজেরিয়ার শিয়া মুসলমানেরা আল্লামা শেখ যাকযাকির সমর্থনে বিক্ষোভ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি একটি মেডিকেল টিম শেখ যাকযাকির রক্তে বিষাক্ততার লক্ষণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে। এই খবর প্রকাশের পর নাইজেরিয়ার শিয়া মুসলমানেরা ১ম জুলাই আল্লামা শেখ যাকযাকির সমর্থনে বিক্ষোভ করেছে।

এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে তাদের নেতাকে অবিলম্বে মুক্তির দাবি জানায়।

বিক্ষোভকারীরা নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতাকে অবৈধভাবে কারাগারে প্রেরণ এবং তার শরীর বিষ প্রয়োগ করার জন্য সেদেশের প্রেসিডেন্ট মোহাম্মাদ বোহারিকে দায়ী করেছে।

উল্লেখ্য যে, নাইজেরিয়ার সরকার চার বছর পূর্বে আল্লামা শেখ যাকযাকি ও তার স্ত্রীকে অবৈধভাবে কারাবন্দী করে রেখেছে। এই দুইজনকে সেদেশের সুপ্রিম কোর্ট অনতিবিলম্বে মুক্তি প্রদানের জন্য রায় দিয়েছে। রায় দেয়া সত্ত্বেও দেশটির সরকার তাদেরকে মুক্তি প্রদান করেনি। iqna

 
تظاهرات گسترده شیعیان نیجریه در حمایت از شیخ زکزاکی
 
 
تظاهرات گسترده شیعیان نیجریه در حمایت از شیخ زکزاکی
 
 
تظاهرات گسترده شیعیان نیجریه در حمایت از شیخ زکزاکی
 
 
تظاهرات گسترده شیعیان نیجریه در حمایت از شیخ زکزاکی

 

captcha