IQNA

তুরস্কে গাড়ি বিস্ফোরণে নিহত ৩

6:32 - July 06, 2019
সংবাদ: 2608840
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি বিস্ফোরণের ফলে তিন জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী একটি শহরে গাড়ি বিস্ফোরণের ফলে ৩ জন নিহত হয়েছেন।

বিস্ফোরণটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হতায় প্রদেশের রায়হানলী শহরে ঘটেছে। হতায় প্রদেশের গভর্নর “রহিম দুগান”এর উদ্ধৃতি দিয়ে মিডিয়াসমূহ ঘোষণা করেছে যে, এই বিস্ফোরণের কারণ জনার জন্য তদন্ত চলছে।

অপর এক খবরে বলা হয়েছে যে, এই গাড়ি বিস্ফোরণের ফলে তিন জন নিহত এবং এক জন আহত হয়েছেন।

উল্লেখ্য যে, ২০১৩ সালের মে মাসের ২ তারিখে রায়হানলী শহরে পৃথক দুটি বোমা বিস্ফোরণের ফলে ৪৬ জন নিহত এবং শতাধিক নিহত হয়েছিল।  iqna

 

 

captcha