IQNA

নাইজেরিয়ার স্কুলে হিজাব নিষিদ্ধ

0:06 - July 07, 2019
সংবাদ: 2608846
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সাইবার স্পেসে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় যে, নাইজেরিয়ার ইবাদান শহরের একটি স্কুলের গার্ড ও শিক্ষকরা উক্ত স্কুলের ছাত্রীদের স্কুলে প্রবেশের পূর্বে হিজাব খুলতে বাধ্য করছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সাইবার স্পেসে এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে।

সামাজিক বিষয়ক বিশ্লেষক গিম্বা কাকান্ডা এ ব্যাপারে বলেছেন: এই স্কুলের কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পদক্ষেপটি মুসলিম মেয়েদের বিরুদ্ধে "উদ্দেশ্যমূলক বৈষম্য"।

এই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের মধ্যে ইউনিফর্ম এবং বিশেষ পোশাক পরেছে এবং স্কুলের বাইরে তারা হিজাব ব্যবহার করছে।

নাইজেরিয়া আপিল কোর্ট ২০১৬ সালে রায় হিজাবের পক্ষে রায় প্রদান করেছিল। এই রায়ে উল্লেখ করা হয়েছিল যে, সংবিধান অনুযায়ী হিজাব একটি আইনি অধিকার। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারীরা হিজাব ব্যবহার করতে পারবে। আদালত তখন নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাগোস প্রদেশে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল ঘোষণা করেছিল।  iqna

 

 

captcha