IQNA

মালি প্রজাতন্ত্রে সন্ত্রাসী হামলায় নিহত ৮

0:46 - September 04, 2019
সংবাদ: 2609197
আন্তর্জাতিক ডেস্ক: মালি প্রজাতন্ত্রের নিরাপত্তা উৎস জানিয়েছে, সন্ত্রাসীদের বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।ط

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালি প্রজাতন্ত্রের এক নিরাপত্তা উৎস গতকাল ঘোষণা করেছে, রাস্তার পাশে একটি বিস্ফোরক প্যকেটের বিস্ফোরণ হওয়ার ফলে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।
একটি বাস এই বিস্ফোরক প্যাকেটে আঘাত হানলে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরক প্যাকেটে দন্তজা এবং হাম্বুর শহরের প্রধান সড়কে স্থাপন করা ছিল।
উল্লেখ্য যে, মালির বাসিন্দারা প্রায় পাঁচ বছর ধরে দেশের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন অংশে সশস্ত্র দলগুলোর সহিংসতা প্রত্যক্ষ করছেন। ২২ মার্চ অভ্যুত্থানের পরে মালিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবং এই সুযোগ নিয়ে সশস্ত্র দলগুলো সেদেশের উত্তরাঞ্চল দখল করে।
দন্তজা শহরটি মালি প্রজাতন্ত্রের কেন্দ্রীয় কুনা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং সেদেশের মুপতি প্রদেশের একটি ছোট্ট শহরের নাম হম্বুর।   iqna


.

ر

captcha