IQNA

পবিত্র কুরআনের পাচ হাজার পাণ্ডুলিপি উপস্থাপন করা হলো ইন্দোনেশিয়ার বই মেলায়

11:35 - September 07, 2019
সংবাদ: 2609208
আন্তর্জতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার আন্তর্জতিক বই মেলায় পবিত্র কুরআনের পাচ হাজারের অধিক অনূদিত পাণ্ডুলিপি উপস্তাপন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বইমেলায় সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, প্রচার ও গাইডেন্স সংস্থা অংশগ্রহণ করেছে। এই মেলায় সৌদি আরবের স্টলে ইন্দোনেশিয়ান ভাষায় অনূদিত পবিত্র কুরআনের পাচ হাজারের অধিক পাণ্ডুলিপি উপস্তাপন করা হয়েছে।
এসকল পাণ্ডুলিপি সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মালিক ফাহাদ নামক কুরআন প্রিন্ট সেন্টার থেকে প্রিন্ট করা হয়েছে।
এই মেলায় সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামিক উম্মাহর সেবা প্রদানের জন্য বই প্রকাশনা কেন্দ্র এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রগুলির সাথে অভিজ্ঞতা বিনিময় করা।
ইন্দোনেশিয়ার বই মেলায় ঐশি গ্রন্থের অনূদিত পাণ্ডুলিপিসমূহ উপস্থাপনা করার পাশাপাশি উলুমে কুরআন (কুরআনিক বিজ্ঞান) বইসহ অন্যান ধর্মীয় বই উপস্থাপন করেছে।
উল্লেখ্য যে, ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বই মেলা বুধবার (৪র্থ সেপ্টেম্বর) শুরু হয়েছে এবং আগামীকাল (৮ম সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকবে। iqna

captcha