IQNA

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অনশন ধর্মঘট

1:38 - September 14, 2019
সংবাদ: 2609233
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের কারাগার তথ্য অফিস ব্যুরো ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের ২৮ জন বন্দী অনশন ধর্মঘট করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই অফিস এক বিবৃতিতে আরও ঘোষণা করেছে: হামাস কারা প্রশাসনের প্রধান মোহাম্মাদ আরবান এবং তার উপদেষ্টা উসমান বিলাল, আব্বাস সাইয়্যেদ, আশরাফ আযগির, মিয়মার আশ-শেইখ এবং আহমেদ কাদরেহ সহ মোট ২৮ জন বন্দী অনশন ধর্মঘট করেছে।
জায়নিস্ট কারাগারে পরজীবী কার্সিনোজেন স্থাপনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দীরা এই অনশন ধর্মঘট করেছে।
বন্দিরা ঘোষণা করেছে তাদের এই অনশন কর্মসূচি আরও তীব্র হবে এবং শীঘ্রই তাদের সাথে আরও ‌১২০ জন বন্দী যোগ দেবে।  iqna

captcha