IQNA

শান্তি আলোচনা ভঙ্গের পর রাশিয়ার গেল তালেবানের প্রতিনিধি দল

11:33 - September 15, 2019
সংবাদ: 2609243
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব অবসানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাতারের রাজধানী দোহায় চলে আসা শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর তালেবানের একটি প্রতিনিধিদল রাশিয়া সফরে গেছে।

বার্তা সংস্থা ইকিনা'র রিপোর্ট; কাতারভিত্তিক তালেবানের মুখপাত্র সোহেল শাহিন রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে জানিয়েছেন, রাশিয়া সফরে গিয়ে প্রতিনিধি দলটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভের সঙ্গে বৈঠক করেছে। ওই বৈঠকে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে রুশ পক্ষ আমেরিকার সঙ্গে তালেবানের আলোচনা নতুন করে শুরুর ওপর গুরুত্ব আরোপ করেছে।

এদিকে কাতার থেকে তালেবানের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, শান্তি আলোচনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলোচনা বাতিল করে দেয়ার বিষয়ে রুশ সরকারকে জানানোর জন্য সফর অনুষ্ঠিত হয়েছে। তালেবান ও আমেরিকার মধ্যে যখন একটি চুক্তি প্রায় সই হওয়ার কাছাকাছি অবস্থায় ছিল তখন ডোনাল্ড ট্রাম্প আলোচনা বাতিল ঘোষণা করেন।

iqna

 

 

captcha