IQNA

চাপ প্রয়োগে ব্যর্থতার পর আমেরিকা এখন মিথ্যাচারের পথ বেছে নিয়েছে: খতিব

17:14 - September 20, 2019
সংবাদ: 2609263
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, আমেরিকা এখন ইরানের বিরুদ্ধে মিথ্যাচারের পথ বেছে নিয়েছে। সৌদি আরবের দু'টি তেল স্থাপনায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও গণপ্রতিরোধ কমিটির হামলায় ইরান জড়িত বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তার প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জুমার নামাজের খতিব বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বৃদ্ধিতে ব্যর্থ হয়ে এখন মিথ্যাচার ও অপবাদের পথ বেছে নিয়েছে। তবে আমেরিকা ও তার মিত্ররা এর মাধ্যমেও ইরানের কোনো ক্ষতি করতে পারবে না বলে তিনি জানান।

ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিরক্ষার নানা ক্ষেত্র ও অঙ্গন রয়েছে। ইরানি জনগণ এখনও শত্রুদের ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেকের রক্ষার সংগ্রাম করে যাচ্ছে।

ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের অন্যায় যুদ্ধের বার্ষিকী উপলক্ষে প্রতিবছর প্রতিরক্ষা সপ্তাহ পালন করে ইরান। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই সপ্তাহ পালন শুরু হবে।   iqna

 

 

captcha