IQNA

হরমুজ প্রণালী নিয়ে ইরানের উদ্যোগ স্থায়ী শান্তি আনবে: রুহানি

23:24 - September 23, 2019
সংবাদ: 2609278
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তার দেশ যে উদ্যোগ নিয়েছে তাতে পারস্য উপসাগরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭৪তম বার্ষিক অধিবেশনে প্রেসিডেন্ট রুহানি ইরানের পরিকল্পনা তুলে ধরবেন। তিনি বলেছেন, এ অঞ্চল থেকে বিদেশি সেনারা যতক্ষণ পর্যন্ত চলে না যাবে ততক্ষণ পর্যন্ত শান্তির এই লক্ষ্য অর্জন করা যাবে না।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (সোমবার) জাতিসংঘ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কে রওয়ানা হওয়ার আগে প্রেসিডেন্ট রুহানি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে শান্তি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে আঞ্চলিক সমস্ত দেশের অংশগ্রহণ থাকবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরেও নিরাপত্তা সহযোগিতা বিস্তৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, এ পরিকল্পনা পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্মিলিত একটি কাজ এবং আমরা চাই আঞ্চলিক সমস্ত দেশ এতে যোগ দান করুক। তিনি বলেন, এই পরিকল্পনা শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয় নয়; এর ভেতরে অর্থনীতিসহ অন্যান্য বিষয়গুলোও থাকবে।

আমেরিকা যখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশকে নিয়ে পারস্য উপসাগরে ইরানবিরোধী একটি জোট করার চেষ্টা করছে তখন ইরান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে বলেছেন, প্রেসিডেন্ট রুহানি কী পরিকল্পনার কথা জাতিসংঘে উত্থাপন করতে চান তা জানার জন্য তিনি অপেক্ষা করছেন।  iqna

captcha