IQNA

সৌদি জোট বাহিনীর হামলায় ইয়েমেনের একই পরিবারের ৫ জন নিহত

22:21 - September 23, 2019
সংবাদ: 2609282
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের আমরান প্রদেশের একটি মসজিদে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (সোমবার) ভোরে সৌদি বাহিনীর বোমা বর্ষণের ফলে দুই শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং বোমা হামলা থেকে বাঁচতে তারা ওই মসজিদে আশ্রয় নিয়েছিল বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান কয়েক ঘন্টার ব্যবধানে আমরান প্রদেশে অন্তত ১১ বার বোমা বর্ষণ করেছে। ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ আন্দোলন বিমান হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও এ হামলা চালানো হলো।

শুক্রবার হুথি আনসারুল্লাহর সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদী আল মাশহাত বলেছিলেন, তারা সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধ করে দিতে রাজি আছেন, তবে তার আগে সৌদি আরব ও তার মিত্রদেরকে ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে।  iqna

 

 

captcha