IQNA

মার্কিন প্রতারণা মোকাবেলা করবে ইরান: জুমা নামাজের খতিব

17:48 - May 06, 2016
সংবাদ: 2600728
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন, মার্কিন বাড়তি দাবি মেনে নেবে না তেহরান। তিনি আরো বলেছেন, নিজস্ব শক্তি দিয়ে মার্কিন প্রতারণা মোকাবেলা করবে ইরান।

বার্তা সংস্থা ইকনা: তেহরানের জুমা নামাজের দ্বিতীয় খুতবায় আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেন, মার্কিন স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করা অর্থ ফেরত নেয়ার অধিকার রাখে ইরান।

এ সময় তিনি ইরানের ২০০ কোটি ডলার আটকে দেয়ার ঘটনারও নিন্দা করেন। গত তিন দশক ধরে আমেরিকা ইরানের সঙ্গে শত্রুতা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন। মার্কিন আদালতের রুলিংয়ের মাধ্যমে ইরানি অর্থ আটকে দেয়ার বিরুদ্ধে তেহরান জাতিসংঘের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি ইরানের ২০০ কোটি ডলার আটকে দেয়ার জন্য ওবামা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, ১৯৮৩ সালে বৈরুত বোমা হামলায় নিহত সেনা সদস্যদের পরিবারকে ওই অর্থ দিতে হবে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন আদালতের এ নির্দেশ মানে না তেহরান। আইআরআইবি#

iqna


 

captcha