IQNA

৫ বছরের জন্য নিষিদ্ধ হল জাকির নায়েকের ‘এনজিও’

0:27 - November 16, 2016
সংবাদ: 2601959
আন্তর্জাতিক ডেস্ক: ভারত সরকার বিতর্কিত বক্তা ডা. জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।



বার্তা সংস্থা ইকনা: কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার এই নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে। ভারতীয় মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দ-বিধির বেআইনি কার্যক্রম (প্রতিরোধ) আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জাকির নায়েকের এ সংগঠন।

২০০৫ ও ২০১২ সালে জাকির নায়েকের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের ভিত্তিতে তার সংস্থাকে নিষিদ্ধ করার সুপারিশ করেছিল আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ১৯৯১ সাল থেকে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন চালু হয়েছে।

এই প্রতিষ্ঠান ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের সঙ্গেও জড়িত। তাদের মাধ্যমে বেশ কয়েকজন আইএসে যোগ দিয়েছে। গত পয়লা জুলাই রাজধানী ঢাকায় জঙ্গি হামলার পর বিতর্কের সৃষ্টি হয় জাকির নায়েকের পিস টিভি ও এনজিও নিয়ে। গুলশানে হামলায় জড়িত জঙ্গিরা পিস টিভির ধর্মীয় ভাষণ থেকে অনুপ্রাণিত হয়েছিল। এই জঙ্গিদের মধ্যে একজন জাকির নায়েকের ভক্ত ছিলেন। হামলার একদিন আগেই ভারতের মুম্বই ছেড়ে সৌদি আরব চলে গিয়েছেছিলেন জাকির নায়েক।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বে আইনি কার্যক্রম প্রতিরোধ আইনের আওতায় জাকির নায়েকের এনজিও নিষিদ্ধ করা হয়েছে। এখন সারা দেশে সংস্থাটির সব অফিস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ। এমনকি মুসলিম প্রধান মালয়েশিয়াতেও তার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

captcha