IQNA

তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত বন্দুকধারীর হামলায় নিহত + ছবি

0:47 - December 20, 2016
সংবাদ: 2602192
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এক আলোকচিত্র প্রদর্শনী প্রদর্শনের সময় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি কারলোভ এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন।
তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত বন্দুকধারীর হামলায় নিহত + ছবি

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের রাজধানী আঙ্কারায় রুশ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় গতকাল (সোমবার) এ হামলা চালানো হয়। প্রদর্শনীতে বক্তৃতা দেয়ার সময় ঘাতক নিকট থেকে আন্দ্রি কারলোভকে গুলি করে। গুলি করার কয়েক মিনিট পরেই রাশিয়ার রাষ্ট্রদূত নিহত হন।

তুরস্কের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ২২ বছরের ঘাতক 'ম্যারাট আততায়ী ট্যাশ' আঙ্কারার এক পুলিশ অফিসার। রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি কারলোভকে গুলি করার সময় আততায়ী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলেছে, "আলেপ্পোর প্রতিশোধ নেব"।

পুলিশের গুলিতে ঘাতক আততায়ী নিহত হয়েছে।

এদিকে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তুরস্কে সেদেশের রাষ্ট্রদূতের নিহত হওয়ার বিষয় সম্পর্কে আজ আলোচনা করবে।

তুরস্কে রাশিয়ান রাষ্ট্রদূত নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে সমালোচনা করেছেন।

রাষ্ট্রদূত কারলোভ কয়েক মিনিট ভাষণ দেয়ার পর স্যুট টাই পরিচিত বন্দুকধারী গুলি চালায়। আততায়ী অন্তত আট দফাগুলি চালিয়েছে বলে দর্শক সারিতে থাকা এপির এক আলোকচিত্রী জানিয়েছেন। এসময় প্রদর্শনীর বেশ কয়েকটি ছবিও ভাঙচুর করেছে।

রাষ্ট্রদূতের দেহ মাটিতে পড়ে আছে এবং বন্দুকধারী তার পাশে দাঁড়িয়ে আস্ফালন করছে এমন ছবি সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

iqna

তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত বন্দুকধারীর হামলায় নিহত + ছবি

captcha