IQNA

কোন বিচার ছাড়াই আল্লাহ যাদেরকে বেহেশতে প্রবেশের প্রতিশ্রুতি দিয়েছেন

0:02 - December 26, 2016
সংবাদ: 2602235
আন্তর্জাতিক ডেস্ক: বেহেশত প্রতিটি বান্দার নিকট অতি আকাঙ্ক্ষিত একটি স্থান। পরকালে যেখানে বসবাস মানুষের নিকট সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। সর্বশক্তিমান আল্লাহ এ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিন শ্রেণীর মানুষ কোন হিসাব ছাড়াই বেহেশতে প্রবেশ করবে।
কোন বিচার ছাড়াই আল্লাহ যাদেরকে বেহেশতে প্রবেশের প্রতিশ্রুতি দিয়েছেন
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিন শ্রেণীর মানুষ কেয়ামতের দিন বিনা বিচারে ও কোন হিসাব ছাড়াই বেহেশত প্রবেশ করবে এবং তারা প্রত্যেকে ৮০ হাজার মানুষের জন্য আল্লাহর নিকট সুপারিশের সুযোগ পাবে। এ তিন শ্রেণীর মানুষ হচ্ছে যথা: মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জিন এবং যে ওযু করে নামায আদায়ের জন্য মসজিদে প্রবেশ করে।

রাসূলুল্লাহ (সা.) এক হাদীসে মসজিদের পেশ ইমামের সওয়াব সম্পর্কে বলেছেন:

مَنْ أَمَّ قَوْماً بِإِذْنِهِمْ وَ هُمْ بِهِ رَاضُونَ فَاقْتَصَدَ بِهِمْ فِی حُضُورِهِ وَ أَحْسَنَ صَلَاتَهُ بِقِیَامِهِ وَ قِرَاءَتِهِ وَ رُکُوعِهِ وَ سُجُودِهِ وَ قُعُودِهِ فَلَهُ مِثْلُ أَجْرِ الْقَوْمِ وَ لَا یُنْقَصُ مِنْ أُجُورِهِمْ شَیْ ءٌ

অর্থাৎ- যে ব্যক্তি স্বেচ্ছায় কিছু লোকের জামাতের নামাযের দায়িত্ব গ্রহণ করবে এবং তারাও সে ব্যক্তির ইমামতিতে সম্মত থাকবে; সে যদি শুদ্ধ নিয়মে নামায, ক্বারায়াত, রুকু, সেজদা পালন করে, তাহলে উক্ত জামাতের নামাযে অংশগ্রহণকারী সকল নামাজিদের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে একাই পাবে। দ্র: মানলা ইয়াহজারহুল ফাকীহ, খণ্ড ৪র্থ, পৃ.৬১।

অপর একটি হাদীসে রাসূল (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা এ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিন শ্রেণীর মানুষ কেয়ামতের দিন বিনা বিচারে ও কোন হিসাব ছাড়াই বেহেশতে প্রবেশ করাবেন এবং তারা প্রত্যেকে ৮০ হাজার মানুষের জন্য আল্লাহর নিকট সুপারিশের সুযোগ পাবে। এ তিন শ্রেণীর মানুষ হচ্ছে যথা: মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জিন এবং যে ওযু করে নামায আদায়ের জন্য মসজিদে প্রবেশ করে। (দ্র: মুস্তাদরাকুল ওসায়েল, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৪৯।

captcha