IQNA

"সারায়েভো" সৌন্দর্য বর্ধনে কাঠের মসজিদ

21:50 - December 28, 2016
সংবাদ: 2602247
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়ার রাজধানী সারায়েভোয় ছোট ছোট কাঠের মসজিদসমূহের ফলে শহরের সৌন্দর্য বর্ধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বসনিয়া ও হার্জেগোভিনা রাজধানী সারায়েভো যা ১৪৬৩ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের দখলভূক্ত হয়। তখন শহরের বিভিন্ন প্রান্তে কাঠ দিয়ে অতি মনোরম মসজিদ নির্মাণ করা হয়। তখনকার নির্মিত কিছু মসজিদ এখনও পরিলক্ষিত হয়।

কাঠের নির্মিত এসকল মসজিদ যদিও অনেক বড় নয় তবে মসজিদগুলো নির্মাণের জন্য অনুপম সিস্টেমের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। অনন্য ডিজাইনে নির্মিত এসকল কাঠের মসজিদসমূহ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।

সারায়েভোর শহরের প্রাচীন এলাকাসমূহের রাস্তায় কাঠের নির্মিত এসকল মসজিদসমূহে এখনো মুসলমানেরা ইবাদত করেন এবং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে।


সারায়েভোয় কাঠের মসজিদ নির্মাণের পিছনে অনেক কাহিনী রয়েছে। অনেক এটা মনে করণে যে, উক্ত শহরটি অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর সেখানে বৃহৎ আকারের একটি মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু মুসলমানের সংখ্যা অধিক হাওয়ার ফলে ঐ মসজিদে সকলের জায়গা হত না। এরফলে শহরের মুসলমানেরা একত্রিত হয়ে নিজ উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে এসকল কাঠের মসজিদ নির্মাণ করেন।

অনেকে এটা মনে করে যে, শহরের পাশেই বাণিজ্যকেন্দ্র ছিল। তাদের মতে মুসল্লিরা যোহর ও আসরের নামাজ বড় মসজিদে আদায় করতেন এবং ফজর, মাগরিব ও এশার নামাজ কাঠের নির্মিত এসকল মসজিদে আদায় করতেন।


কাঠের এসকল মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, মসজিদের নামকরণের ক্ষেত্রে সাধারণ ব্যক্তিদের নামা ব্যবহার করা হয়েছে। তবে এসকল ব্যক্তিরা ধর্মীয় কাজে সক্রিয় ছিল। যেমন: 'বুযাজী' এবং 'চারকাচী' বসনিয়ার দু'জন মোতাদায়য়েন ব্যক্তি যাদের নামে দুটি মসজিদ রয়েছে।

এসকল মসজিদের মধ্যে কিছু মসজিদ বিশেষ ব্যক্তিরা নির্মাণ করেছেন। যেমন: যারা চামড়ার কাজ করতেন। চামড়ার গন্ধে যাতে অন্য মুসল্লিদের অসুবিধা না হয়, সেজন্য যারা চামড়ার কাজ করতেন তাদের জন্য পৃথক ভাবে কাঠের মসজিদ নির্মাণ করা হয়েছিল।



মসজিদ তত্ত্বাবধায়ন বিশেষ করে মেরামত ও পরিষ্কার করার দায়িত্ব মসজিদের বানির অর্থাৎ নির্মাণকারীর ছিল। অর্থাৎ তারা এই মসজিদসমূহে তাদের বাড়ির অংশ হিসেবে গণ্য করত।
ষোড়শ শতকে সারায়েভোয় মসজিদ নির্মাণের ক্ষেত্রে একটি স্বর্ণযুগ ছিল। ঐ সময় সারায়েভোয় ৮টি বড় মসজিদ এবং ১১৮টি ছোট মসজিদ ছিল।
অটোমান সাম্রাজ্যের পর অস্ট্রো-হাঙ্গেরীয় সময়ের বিভিন্ন কারণে 22 মসজিদ ধ্বংস হয়েছিল। যা পরবর্তীতে শহরের স্থানীয় অধিবাসীরা সংস্কার করেছে।

iqna



captcha