IQNA

হযরত মুসা (আ.)কে অবমাননার দায়ে তুরস্কের ম্যাগাজিন বন্ধ

1:31 - February 18, 2017
সংবাদ: 2602556
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুসা (আ.)কে নিয়ে বিদ্রূপাত্মক এবং আপত্তিকর কার্টুন প্রকাশের জন্য তুরস্কের বিখ্যাত ম্যাগাজিন 'গিরগির' বন্ধ করে দেয়া হয়েছে।
হযরত মুসা (আ.)কে অবমাননার দায়ে তুরস্কের ম্যাগাজিন বন্ধ

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের বিখ্যাত কমিক ম্যাগাজিন গিরগির হযরত মুসা (আ.)কে নিয়ে বিদ্রূপাত্মক এবং আপত্তিকর কার্টুন প্রকাশ করেছে। নবীকে নিয়ে অবমাননাকর এই কাটুন প্রকাশের জন্য ম্যাগাজিনটি বন্ধ করে দেয়া হয়েছে।
হযরত মুসা (আ.)কে নিয়ে বিদ্রূপাত্মক কার্টুন প্রকাশের জন্য ইতিমধ্যে সাইবারস্পেসে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
তুরস্কের প্রেসিডেন্ট মুখপাত্র ইব্রাহিম গ্যালিন এ ব্যাপারে সমালোচনা করে বলেন: এধরণের ব্যাঙ্গ কোন বাক স্বাধীনতার মধ্যে পরেনা। এটি নিছক একটি অনৈতিকতা। আমরা ধর্মীয় পবিত্রতা নিয়ে এধরণের ব্যাঙ্গকে তীব্র নিন্দা জানায়।
বলাবাহুল্য, তুরস্কের "সুজু" সংবাদপত্রের অধিভুক্ত কিরকির ম্যাগাজিনটি শুধুমাত্র কমিক ম্যাগাজিন হিসেবে পরিচিত।
iqna



captcha