IQNA

আমেরিকার সহায়তায় মসুল থেকে আবু বকর বাগদাদির পলায়ন

19:36 - March 10, 2017
সংবাদ: 2602686
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাসিজ দল 'আল হাসাদুশ শোয়বী'র এক কমান্ডার বলেছেন, আমেরিকার সৈন্যরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা আবু বকর বাগদাদিকে মসুল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে।
আমেরিকার সহায়তায় মসুল থেকে আবু বকর বাগদাদির পলায়ন
বার্তা সংস্থা ইকনা: 'আল-সুমারিয়া' নিউজে দেয়া এক সাক্ষাতকারে জাওয়াদ আল-তালিবাভী বলেন: পর্যালোচনা করে দেখো গিয়েছে, আমেরিকার সৈন্যরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা আবু বকর বাগদাদিকে মসুলের ডান প্রান্তের নদীর তীর থেকে 'আল-কিরাভানে' পালিয়ে যেতে সাহায্য করেছে।
তিনি বলেন: তথ্য টিম নিশ্চিত করেছে, দায়েশের নেতা আবু বকর বাগদাদি মসুলের ৮০ কিলোমিটার দক্ষিণে 'আল-কিরাভান এবং আল-হাজর অঞ্চলের মধ্যবর্তী এলাকা থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে।
আমেরিকার প্রতিরক্ষা ডিপার্টমেন্ট (পেন্টাগন) বুধবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে, মসুল থেকে বাগদাদির পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাগদাদি পালিয়ে মরুভূমিতে আশ্রয় নিয়েছে।
iqna



captcha