IQNA

জাকির নায়েকের এনজিও নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক: দিল্লি হাইকোর্ট

0:47 - March 17, 2017
সংবাদ: 2602727
আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্ট ফাউন্ডেশন (আইআরএফ)- কে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় সরকার নিয়েছে তা জাতীয় স্বার্থে নেওয়া এবং সঠিক বলে রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় দিয়েছে আদালত।

বার্তা সংস্থা ইকনা: আইআরএফ-এর পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মামলা করা হয়েছিল। এই মামলার রায়েই আদালত কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রেখেছেন।

বিচারক সঞ্জীব সাচদেব বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত ছিল ভারতের সার্বভৌমত্ব, অখ-তা ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে।

ভারতের সন্ত্রাস দমন আইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালের নভেম্বর মাসে আইআরএফকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

শুনানিতে সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, আইআরএফ ও সংস্থাটির প্রধান জাকির নায়েকসহ অন্য সদস্যদের ভাষণে ভারতীয় যুবকদের একাংশ মৌলবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে ইসলামিক স্টেট (আইএস)-র মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে পারে, এই আশঙ্কা থেকেই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছিল।

এর আগে আইআরএফের বিদেশি অনুদান গ্রহণের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

দক্ষিণ ভারতের কেরালা থেকে আইএসে যোগ দেওয়া সন্দেহভাজন কয়েকজনের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আইআরএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাদের অভিযোগ ছিল, আইআরএফের কয়েকজন সদস্যই তাদের ছেলেদের মৌলবাদে উদ্বুদ্ধ করেছিলেন। ওই অভিযোগের পর আইআরএফের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তবে আইআরএফ নিষিদ্ধ হওয়ার পর জাকির নায়েক আর ভারতে ফেরেননি।  সূত্র: Banlatribiuna
captcha