IQNA

কুরআনের শিক্ষাকে চারু ও শিল্পকলার সাহায্যে মানুষের নিকট তুলে ধরা প্রয়োজন

23:25 - April 26, 2017
1
সংবাদ: 2602964
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের আল মোস্তফা ইন্টান্যাশনাল ভার্সিটির প্রধান হযরত আয়াতুল্লাহ আলী রেজা আরাফী বলেছেন যে, কুরআনের শিক্ষাকে চারু ও শিল্পকলার সাহায্যে মানুষের নিকট তুলে ধরা প্রয়োজন।


বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের আল মোস্তফা ইন্টান্যাশনাল ভার্সিটির  প্রধান হযরত আয়াতুল্লাহ আলী রেজা আরাফী গতকাল ১৫শে এপ্রিল মুসলিম জাহানের ধর্মীয় ছাত্রদের পবিত্র কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: নিশ্চয়ই কোরআন ভিত্তিক প্রতিযোগিতা সমাজের মানুষকে পবিত্র কুরআনের প্রতি আকৃষ্ট ও মনোযোগি করে থাকে। তাই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন আগামীতে আরও ব্যাপক পরিসরে হওয়া উচিত।

তিনি পবিত্র কুরআনকে জীবন গড়ার গ্রন্থ হিসেবে অভিহিত করে বলেন: আল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সর্বশেস আসমানি কিতাব; মানব জীবনে প্রয়োজনীয় যাবতীয় বিষয়াদি এ কিতাবে যথাযথভাবে বর্ণিত হয়েছে। মানুষ যদি হেদায়েত ও দিকনির্দেশনা লাভ করতে চায় তবে তাকে অবস্যই পবিত্র কুরআনের শরনাপন্ন হতে হবে।

ইরানের আল মোস্তফা ইন্টান্যাশনাল ভার্সিটির  প্রধান আরও বলেন: যদি আমরা কুরআনের শিক্ষাকে সর্বস্থরের মানুষের নিকট সহজবোধ্য ও সহজগম্য ভাষাতে তুলে ধরতে চায়, তবে অবস্যই চারু ও শিল্পকলার সাহায্যে এ কাজ করা অধিক কার্যকরি হবে। কেননা এ ভাষা হচ্ছে সমাজের সর্বস্থরের মানুষের বোধগম্য ভাষা।
iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
fashubbr
0
0
20
captcha