IQNA

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু

17:26 - May 30, 2017
1
সংবাদ: 2603175
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে গতকাল (সোমবার) আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু হয়েছে । তেহরানের ইমাম খোমেনী (রহ.) মোসাল্লা বা ঈদগাহ ময়দানে এ প্রদর্শনীর অনুষ্ঠিত হচ্ছে।
ইরানে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু
বার্তা সংস্থা ইকনা: ইরানের ইসলামি সংস্কৃতি ও দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ রেজা সালেহি আমিরি ওই প্রদর্শনী উদ্বোধন করে সবাইকে কুরআন চর্চার আহ্বান জানিয়েছেন।
এবারের কুরআন প্রদর্শনীর মূল শ্লোগান হচ্ছে "কুরআনের আলোকে নৈতিকতা"। এ দৃষ্টিকোণ থেকে তেহরান আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর যাবতীয় কার্যক্রম মূল শ্লোগানের উপর ভিত্তি করেই সম্পন্ন হবে। প্রতিদিন কুরআন বিষয়ক আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, তাফসীর এবং কুরআন তেলাওয়াত প্রভৃতি ২৫তম তেহরান আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর বিভিন্ন কর্মসূচীর অন্তর্ভুক্ত।
এ প্রদর্শনীতে ইরানের কয়েক শত প্রকাশনীসহ লেবানন, ইরাক, মিশর এবং মুসলিম জাহানের খ্যাতনামা কুরআন প্রকাশনীসমূহ তাদের সর্বশেষ প্রকাশনা নিয়ে উপস্থিত হবে। এক সপ্তাহ ব্যাপী কুরআন প্রদর্শনীতে প্রতিদিন বিকাল ৫ থেকে রাত্র ১২টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।  
এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ১৬টি প্রকাশনী ছাড়াও ইরানের ২৮১টি প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। এতে তথ্য-প্রযুক্তি নির্ভর বিভিন্ন আয়োজন থাকছে।  আগামী ১৬ জুন কুরআন প্রদর্শনী শেষ হবে।
উল্লেখ্য, ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত প্রতি বছরের আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ কুরআন প্রদর্শনী হিসেবে স্বীকৃত।
iqna
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
elora
0
0
+***
captcha