IQNA

লন্ডনে মুসল্লিদের ওপর গাড়ি হামলায় নিহত ৪ আহত ১২ (ছবি)

14:15 - June 19, 2017
সংবাদ: 2603285
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনের একটি মসজিদের সামনে মুসল্লিদের ওপর পিক-আপ ভ্যান নিয়ে ৪৮ বছরের এক ইসলাম বিদ্বেষী ব্যক্তি হামলা চালিয়েছে। উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে মুসল্লিরা যখন তারাবির নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন তাদের ওপর এই হামলা চালানো হয়।
লন্ডনে এবার মুসল্লিদের ওপর গাড়ি নিয়ে হামলায় নিহত ৪ আহত ১২ (ছবি)
বার্তা সংস্থা ইকনা: এ ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ১২ জন গুরুতর আহত হয়েছেন। লন্ডন পুলিশ হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। পিক-আপের চালক প্রথমে তার গাড়ি মুসল্লিদের ভিড়ের মধ্যে চালিয়ে দেয় এবং এরপর এটি থেমে গেলে গাড়ি থেকে নেমে ছুরি হাতে মুসল্লিদের এলোপাথাড়ি কোপাতে থাকে।
মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রধান হারুন খান এক টুইট বার্তায় বলেছেন, পবিত্র মাহে রমজানে পিক-আপ ভ্যানটি পূর্ব পরিকল্পিতভাবে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন: এটি পিক-আপে তিন জন ব্যক্তি এই হামলা চালায়। প্রথমদিকে গাড়িটির গতি স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে মুসল্লিদের উদ্দেশ্য দ্রুত গতিতে গাড়ি চালায়।
মিডিয়ায় প্রকাশ হয়েছে, এই হামলার ফলে ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তবে লন্ডনের পুলিশ জানিয়েছে, ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
লন্ডনের পুলিশ গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করেছে এবং অপর দুই ঘাতককে গ্রেফতার করার চেষ্টা করছে।
iqna




captcha