IQNA

"আল বাগদাদি"র নিহত হওয়ার কথা স্বীকার করল দায়েশ

21:34 - July 11, 2017
সংবাদ: 2603406
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী তাদের নেতা আবু বকর বাগদাদির নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। ইরাকের নেইনাভা প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আস সুমারিয়া টিভি।

বার্তা সংস্থা ইকনা: এ সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত বিবৃতিতে আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার খবরটি উল্লেখ করেছে। এ ছাড়া, দায়েশের কথিত নতুন ‘খলিফা’র নামও এতে ঘোষণা করা হয়েছে।
২০১৪ সালে শেষবার সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন বাগদাদি। সে সময়ে তিনি মধ্যপ্রাচ্য কথিত খেলাফত সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। তারপরও অনেকবার সংবাদ মাধ্যমে তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য সে সব খবরের সত্যতা প্রমাণিত হয়নি।
কিন্তু গত ১৬ জুন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে দেশটির অ্যারোস্পেস বা বিমানমহাকাশ বাহিনীর হামলায় হয়ত নিহত হয়েছে বাগদাদি।  মে মাসের শেষ দিকে রাকার উপকণ্ঠে এ হামলা চালানো হয়েছিল। জুন মাসের ২৯ তারিখে রাশিয়া জানায়, বাগদাদি নিহত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে।
iqna
captcha