IQNA

ভারতে তালাক-মুক্তির পরে, হিজাব-মুক্তি তাজিকিস্তানে!

17:58 - September 05, 2017
সংবাদ: 2603760
আন্তর্জাতিক ডেস্ক: মহিলাদের হিজাব নিষিদ্ধ করে নজির গড়ল তাজিকিস্তান। মুসলিম-প্রধান দেশ হয়েও হিজাব নিষিদ্ধ করায় ইতিহাসের পাতায় জায়গা করে নিল এই দেশ।
ভারতে তালাক-মুক্তির পরে, হিজাব-মুক্তি তাজিকিস্তানে!
বার্তা সংস্থা ইকনা: মধ্য এশিয়ার এই দেশে মহিলারা হিজাবের বদলে এক ধরনের স্কার্ফ মাথায় বাঁধেন এখানকার ট্র্যাডিশনাল পোশাক হিসেবে। এই দেশের ৯৮ শতাংশ মানুষই মুসলমান। কিন্তু তা সত্ত্বেও দেশের সরকারও এই পোশাককে ‘বিপজ্জনক’ বলে মনে করেন খোদ দেশের সংস্কৃতি মন্ত্রী শামসিদ্দিন ওরামবেগজোডা।

সংস্কৃতি মন্ত্রীর মতে, হিজাব পরা মহিলাদের সন্দেহের চোখে দেখা হয়। মহিলারা হিজাবের ভিতরে কিছু বিপজ্জনক জিনিস লুকিয়ে রাখেন, এই ভেবে অনেকেই ভয় পান, যা মহিলাদের পক্ষে অপমানজনক। তাজিকিস্তানে ইতিমধ্যেই যে আইন রয়েছে, তার ভিত্তিতে দেশের যে কোনও সরকারি অফিসে হিজাব পরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। এর আগেও হিজাবকে ‘এলিয়েন কালচার’ বলে অপমান করা হয়।

কিন্তু হিজাব নিষিদ্ধ হলেও, এই মহিলাদের দেশীয় পোশাক পরা আবশ্যিক বলে জানিয়ে দিয়েছে সরকার। তাজিকিস্তান সরকার এই নতুন নির্দেশের স্বপক্ষে আইনসভায় বিলও এনেছে। কিন্তু তাজিকিস্তানের মতো মুসলিম প্রধান দেশে এমন পদক্ষেপ সারা বিশ্বে সাড়া ফেলেছে। সূত্র : এবেলা.ইন / আমাদের সময়
captcha