IQNA

মানুষের প্রতি উদারতার বৈশিষ্ট্য ও ধরন

22:38 - November 12, 2017
সংবাদ: 2604302
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.)নাহজুল বালাগায় মানুষের প্রতি দানশীলতার কিছু আদব ও শিষ্টাচার সম্পর্কে আলোকপাত করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, «اَلسَّخاءُ ما كانَ ابتِداءً ، فَأمّا ما كانَ مِن مَسألَةٍ فَحَياءٌ و تَذَمُّمٌ»

উদারতা বা দানশীলতা হচ্ছে মানুষ তোমার কাছে কিছু চাওয়ার আগেই তুমি তাকে দান করবে। কেননা যখন কেউ তোমার কাছে কিছু চাইবে তখন তুমি লজ্জার খাতিরে বা বেশী কথা শোনার ভয়ে থাকে দান করবে।

হাদিসটির শিক্ষা হচ্ছে তোমার কাছে কেউ কিছু চাওয়ার পূর্বেই দান কর। দুর্বল ও অভাবীদেরকে দান করা একটি মহত গুণ। দান করে কখনো কারও প্রতি মিন্নাত বা খোটা দিতে হয় না। মানুষের কাছে কিছু চাওয়া লজ্জার কাজ। সুতরাং কাউকে যদি কিছু দান করা হয় তা যেন অন্যকে না বলা হয়। শাবিস্তান
ট্যাগ্সসমূহ: হযরত ، মানুষ ، আলী ، আদব ، ইকনা ، হাদিস ، দান
captcha