IQNA

ইরাকে ২০ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তর্জাতিক মাহফিল

17:43 - November 18, 2017
সংবাদ: 2604342
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের জি-ক্বার প্রদেশে গতকাল ১৭ই নভেম্বর 'হাবিবুল্লাহ' নামক অষ্টম আন্তর্জাতিক সংস্কৃতি ফেস্টিভাল শুরু হয়েছে। এই ফেস্টিভালের কুরআন মাহফিলে কুরআন তিলাওয়াতের জন্য বিশ্বের ২০টি দেশের ক্বারি কুরআন উপস্থিত হয়েছেন।
ইরাকে ২০ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তর্জাতিক মাহফিল
বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন মাহফিলে ইরান, চীন, ফ্রান্স, সিরিয়া, মিশর এবং আরব ও অ-আরব দেশের ক্বারিগণ উপস্থিত রয়েছেন। টানা এক সপ্তাহ ব্যাপী এই ফেস্টিভাল অব্যাহত থাকবে।
'হাবিবুল্লাহ' অষ্টম আন্তর্জাতিক সংস্কৃতি ফেস্টিভালে টানা পাঁচ বছর ধরে এই কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও এই ফেস্টিভালে বিভিন্ন দেশের হস্তশিল্প, ধর্মীয় ও সাংস্কৃতিক শিল্পসমূহ প্রদর্শন করা হয়।
জি-ক্বারের সংস্কৃতি ফেস্টিভালটি "আনুগত্য সপ্তাহ" শিরোনামে আট বছর যাবত ইরাকের সাংস্কৃতিক ও মিডিয়া প্রতিষ্ঠান "আল-নুখবা"র তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয়ে আসছে।
জি-ক্বারের  অষ্টম আন্তর্জাতিক সংস্কৃতি ফেস্টিভাল 'হাবিবুল্লাহ'র কিছু ছবি
iqna



captcha